শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
বেরোবিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২২ , শনিবার ০৮ : ০৬ পিএম   প্রদর্শিত হয়েছে ৫৮১ বার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আজ শনিবার (১১ জুন) বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা মুল বিষয় ছিল 'ছয় দফাই বাংলাদেশ স্বাধীনতার মূল ভিত্তি।' 

এই স্লোগান কে সামনে রেখে বঙ্গবন্ধু চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল বঙ্গবন্ধু পরিষদের মূল উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আজকের অনুষ্ঠানের উপর বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ।   

এ সময় বঙ্গবন্ধু পরিষদ এর সহ তথ্য ও গবেষণা সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক জনাব মোঃ মাহমুদুল হক বলেন, আজকের এই আলোচনা টা আমার কাছে দুইটি কারণে খুব গুরুত্বপূর্ণ। কারণ এর আগে আমি অনেক বিশ্ববিদ্যালয়ে প্রবন্ধ পাঠ করেছি,তবে আজকেই প্রথম আমার বিশ্ববিদ্যালয়ে আমার প্রবন্ধ পাঠ এবং আরেকটি কারণ হলো মুজিব শতবর্ষ উপলক্ষে গত এক বছরে আমি মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর উপর শত নিবন্ধ লিখেছি।।কিন্তু বঙ্গবন্ধুর প্রবন্ধ নিয়ে পাঠ এটাই আমার প্রথম। তাই ব্যক্তিগত দিক থেকে আজকের এই আলোচনা টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, ছয় দফা হলো আমাদের মুক্তির সনদ।তাই এটি রক্ষা করা একজন নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব।  

তারপর এর ইতিহাস সুন্দর করে তিনি তুলে ধরে বলেন, একটা ছয় দফা আন্দোলনই শুধু বঙ্গবন্ধুর একটা বিছিন্ন আন্দোলন ছিল না,এটা ছিল তার নিয়মতান্ত্রিক আন্দোলনের একটা পর্যায় মাত্র।  

পরবর্তীতে প্রধান আলোচক,এডভোকেট রবিউল আলম বুদু( সদস্য বাংলাদেশ বার কাউন্সিল ও সিনিয়র আইনজীবী, আপিল বিভাগ) বলেন, বেগম রোকেয়া আদর্শকে সামনে রেখে আজ নারীরা যেমন শিক্ষার আলো পাচ্ছে, তেমনি ছয় দফা পুরো বাংলাদেশ কে আজ মুক্তির আলো দেখাচ্ছে। 

আসলে তিনি সাহসী ও মহয়সী নারী হিসেবে বেগম রোকেয়া কথা তুলে ধরেছেন শিক্ষার্থীদের সামনে।যাতে তারা পিছিয়ে না যায়। ছয় দফার মতো সনদ যেমন বঙ্গবন্ধুর সাহসিকতা তুলে ধরে তেমনি তার প্রতি শ্রদ্ধাশীল করে তোলে।

উক্ত আলোচনা সভায় আরো বক্তৃতা রাখেন,বিশেষ অতিথি জনাব, মশিউর রহমান ( সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ) এবং সভাপতি অধ্যাপক কমলেশ চন্দ্র রায় (সভাপতি বঙ্গবন্ধু পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর)।এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com