দুই লাখ পথশিশুকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১২
জুন
২০২২ ,
রবিবার
০৪ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৩৩ বার
|
দেশের দুই লাখ পথশিশুকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ‘স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স’ নামে একটি সংগঠনের পক্ষে ব্যারিস্টার তাপস কান্তি বল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। রোববার (১২ জুন) তিনি জানান, চলতি সপ্তাহে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে। রিটে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জন্ম নিবন্ধন অধিদপ্তর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রোববার ব্যারিস্টার তাপস কান্তি বল ট্রিবিউন নিউজ বিডিকে বলেন, ‘দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে দুই লাখের বেশি পথশিশু রয়েছে। এসব শিশুর জন্ম নিবন্ধন সনদ নেই। জন্ম নিবন্ধন সনদ না থাকার কারণে পথশিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। একই কারণে শিশুরা অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য রিটটি দায়ের করা হয়েছে।’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com