অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২-এর কিছু ধারার বৈধতা প্রশ্নে রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১২
জুন
২০২২ ,
রবিবার
০৫ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৯৫ বার
|
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে জারি করা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এর ৭ এর (২),(৪) ৯ এর (৩), ১৫ এর (২) ক, এবং ১৫ এর (২) চ কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রোববার (১২ জুন) এ রুল জারি করেন। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈয়মুর আলম খন্দকার ও ব্যারিস্টার মার-ইয়াম খন্দকার। গত ২০ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে জারি করা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ চ্যালেঞ্জ করে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার ও ব্যারিস্টার মো. মনোয়ার হোসেনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী খন্দকার তৈয়মুর আলম খন্দকার রিটটি করেন। আদেশের পর রোববার তৈয়মুর আলম সাংবাদিকদের বলেন, ‘রিটে নীতিমালা অনুযায়ী বিধিনিষেধ ছাড়া ২১ বছরের অধিক বয়সীদের যেকোনো স্থানে বসে মদ খাওয়া ও বহন কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ উৎপাদন, কেনাবেচা, পান করা, পরিবহন ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে নিয়মনীতি স্পষ্ট করা হলো। এতে বিধিনিষেধ ছাড়া ২১ বছরের অধিক বয়সীদের যেকোনো স্থানে বসে মদ খাওয়া ও বহন বৈধ করা হয়েছে। যা সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হবে।’ এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮, অ্যালকোহল নিয়ন্ত্রণ (লাইসেন্স ও পারমিট ফিস) বিধিমালা-২০১৪, মুসলিম প্রহিবিশন রুল-১৯৫০ ও এক্সাইজ ম্যানুয়াল (ভল্যুম-২) ছাড়াও বিভিন্ন সময়ে নির্বাহী আদেশের মাধ্যমে অ্যালকোহল সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হতো। আবার অনেক ক্ষেত্রেই ছিল অস্পষ্টতা। এর ফলে বিভিন্ন সময়ে নানা জটিলতা দেখা যেত। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com