ওটিটি নিয়ন্ত্রণে চূড়ান্ত খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৩
জুন
২০২২ ,
সোমবার
০৫ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৭০ বার
|
অনলাইন প্ল্যাটফর্ম ওটিটি (ওভার দ্যা টপ) থেকে (হইচই, নেট ফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডি ইত্যাদি) অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্লাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত খসড়া নীতিমালা হাইকোর্টে দাখিল করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চে সোমবার (১৩ জুন) এই চূড়ান্ত খসড়া নীতিমালা দাখিল করে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী তানভীর আহমেদ ট্রিবিউন নিউজ বিডিকে বলেন, ‘ওটিটি নিয়ন্ত্রণে রেগুলেটরি বিধির খসড়া কপি জমা দেওয়া হলেও আইন তৈরি করতে বিটিআরসি হাইকোর্টে আরও তিনমাস সময় চেয়েছে।’ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। ২০২১ সালের ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত নীতিমালা করতে কমিটি গঠন করে বিটিআরসি। এরপর এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ওটিটি থেকে অশ্লীলতা রোধ, রাজস্ব আদায় এবং এসব প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে চূড়ান্ত নীতিমালা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে গত ১৮ জানুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নীতিমালা চূড়ান্তের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন ২৬ মের মধ্যে দাখিল করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে রেগুলেটরি বিধির খসড়া কপি সোমবার হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com