শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
জুরাইনের ঘটনায় যেই অপরাধ করুক বিচার হবে: আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২২ , মঙ্গলবার ০১ : ০৬ পিএম   প্রদর্শিত হয়েছে ৩৩৯ বার

রাজধানীর জুরাইনে মোটরসাইকেল আরোহী দম্পতিকে আটকানোর পর বাকবিতণ্ডার এক পর্যায়ে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় অপরাধী যেই হোক তার বিচার হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই মামলায় দুই আইনজীবীসহ পাঁচজনকে রিমান্ডে নেয়া হয়েছে। আপিল বিভাগ বলেছেন, ‘পুলিশ যদি অপরাধ করে, তার বিচার হবে। আইনজীবী অপরাধ করলে তারও বিচার হবে। যেই অপরাধ করুক, তার বিচার হবে।’


আজ মঙ্গলবার (১৪ জুন) ওই ঘটনার মামলায় দুই আইনজীবীর রিমান্ড মঞ্জুরের পর মামলার নথি তলব করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতের বিষয়ে শুনানির সময় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।


রিটের পক্ষের আইনজীবীদের উদ্দেশে আপিল বিভাগ বলেন, ‘আপনারা বিচারিক আদালতে দুই আইনজীবীর জামিন আবেদন করুন। তারা জামিন না দিলে হাইকোর্টে জামিন আবেদন করুন। হাইকোর্টে জামিন না দিলে তারপর আমরা দেখব।’


প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘পুলিশ অপরাধ করলে তার বিচার হবে, আর যদি আইনজীবী অপরাধ করে তারও বিচার হবে।’


আদালতে আইনজীবীদের পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। পরে রোববারের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ-টু-আপিল করতে নির্দেশ দেন এবং শুনানি মুলতুবি করেন আদালত।


গত ১২ জুন এ মামলায় দুই আইনজীবীকে রিমান্ডে নেওয়ার ঘটনায় মামলার নথি তলবের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ৮ জুন মামলায় দুই আইনজীবীসহ পাঁচজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত।


রিমান্ডের আদেশ পাওয়া আসামিরা হলেন- শিক্ষানবিশ আইনজীবী সোহাবুল ইসলাম রনি, তার শ্যালক আইনজীবী ইয়াসিন আরাফাত, স্থানীয় বাসিন্দা মো. শরীফ, মো. নাহিদ ও মো. রাসেল। তবে মামলার আরেক আসামি আইনজীবী ইয়াসিন জাহান ভূঁইয়া নিশানকে জামিন দেন আদালত।


পুলিশের দাবি, গত ৭ জুন সকাল সাড়ে ৯টার দিকে উল্টোপথে মোটরসাইকেলে যোগে রনি ও নিশান আসছিলেন। সে সময় সার্জেন্ট মোহাম্মদ আলী তাদেরকে থামিয়ে কাগজপত্র দেখতে চান। কিন্তু তারা সার্জেন্টের ওপর চড়াও হন এবং আশপাশের লোকজনকে ডেকে পুলিশের বিরুদ্ধে উসকে দেন। এছাড়া নিশানের কাছ থেকে তার ছোটভাই ইয়াসিন ফোনে খবর পেয়ে ৩৫০-৪৫০ জন লোক নিয়ে এসে সার্জেন্ট মোহাম্মদ আলীর ওপর হামলা এবং ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেন। এ ঘটনায় সাড়ে ৪০০ জনকে আসামি করে মামলা করেন ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী হোসেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com