জুরাইনের ঘটনায় যার যতটুকু অপরাধ তার ততটুকু বিচার হবে: সর্বোচ্চ আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৪
জুন
২০২২ ,
মঙ্গলবার
০৫ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৪১৯ বার
|
‘জুরাইনের ঘটনায় আইনজীবী অপরাধ করলে তার বিচার হবে, পুলিশ যদি অপরাধ করে তারও বিচার হবে। যে যতটুকু অপরাধ করেছে তার ততটুকু বিচার হবে।’ এ সংক্রান্ত আবেদনের শুনানিকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ মঙ্গলবার (১৪ জুন) এসব কথা বলেন। সর্বোচ্চ আদালত রিটের পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বিচারিক আদালতে দুই আইনজীবীর জামিন আবেদন করুন। তারা জামিন না দিলে হাইকোর্টে জামিন আবেদন করবেন। হাইকোর্টে জামিন না দিলে তারপর আমরা দেখব।’ পরে আদালত আগামী রোববারের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে নির্দেশ দিয়ে শুনানি মুলতবি করেন। আদালতে রিটের পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী মুরাদ রেজা ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী শুনানি করেন। গত ১২ জুন রাজধানীর জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় দুই আইনজীবীকে রিমান্ডে নেওয়ার ঘটনায় মামলার নথি তলবের আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত। এর আগে গত ৮ জুন রাজধানীর জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আইনজীবীসহ ৫ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রিমান্ড আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শিক্ষানবিশ আইনজীবী সোহাবুল ইসলাম রনি ও তার শ্যালক আইনজীবী ইয়াসিন আরাফাত, স্থানীয় বাসিন্দা মো. শরীফ, মো. নাহিদ ও মো. রাসেল। মামলার একমাত্র নারী আসামি আইনজীবী ইয়াসিন জাহান ভূইয়া নিশানের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে আইনজীবীদের বিক্ষোভের মুখে রিমান্ড আপাতত স্থগিত রয়েছে বলে জানা গেছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com