প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের মেয়াদ ফের বাড়ল
আদালত প্রতিবেদক
প্রকাশ:
২১
জুন
২০২২ ,
মঙ্গলবার
০৬ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৬২ বার
|
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেনের মেয়াদ ফের দুই বছর বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০’-এর ধারা-৫ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক ত্যাগের শর্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেন এ পদে পুনরায় নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদের জন্য তার এ নিয়োগ কার্যকর হবে। উল্লেখ্য, ২০২০ সালের ২৭ মার্চ ২ বছরের জন্য প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com