তাজকীনকে সাতক্ষীরার মেয়র পদ থেকে বরখাস্তের আদেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২২
জুন
২০২২ ,
বুধবার
০৭ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৬৯ বার
|
সাতক্ষীরার পৌর মেয়র বিএনপি নেতা মো. তাজকীন আহমেদ চিশতিকে মেয়র পদ থেকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার (২২ জুন) এ আদেশ দেন। আদালত একইসঙ্গে তাকে বরখাস্ত করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আবেদনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী শুনানি করেন। গত ১৫ জুন তাজকীন আহমেদ চিশতিকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার পৌরসভার মেয়র মো. তাজকীন আহমেদ চিশতিকে সাতক্ষীরার পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com