বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
ব্যস্ততা আঞ্চলিক সড়কে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাপ নেই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২২ , সোমবার ০৮ : ০৫ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৫৫ বার

গাজীপুরের শ্রীপুরে ঈদ যাত্রার ভোগান্তী নেই। চাপ নেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।আঞ্চলিক সড়ক গুলোতে যান বাহনের চাপ,ব্যস্ততা বেশী। সোমবার সকাল থেকে মহাসড়কে  যানবাহনের সংখ্যা ছিল কম । কম সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করছে দূর পাল্লার বাস। লোকাল বাস গুলো স্যান্ডে যাত্রীর জন্য দাড়িয়ে থাকতে দেখা যায়।


মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখাযায়,ঢাকা মযমনসিংহ মহা সড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সীমান্ত বর্তী কালার মাস্টার বাড়ি পর্যন্ত প্রায় ৩৫কি.মি মহা সড়কে কোন যানজট নেই। 


সড়কের রাজেন্তদ্রপুর চৌরাস্তা,ভবানীপুর,মেম্বার বাড়ি,বাঘের বাজার,নতুন বাজার,গড়গড়িয়া মাষ্টার বাড়ি,সিএন্ডবি বাজার,মাওনা চৌরাস্তা,এমসি বাজার, নয়নপুর বাজার, জৈনাবাজর ও কালার মাষ্টার বাড়ি সহ বিভিন্ন স্যান্ডে যাত্রীর সংখা কম। বাস গুলো যাত্রীর অপেক্ষায়  দাড়িয়ে থাকতে দেখা গেছে। 


মহা সড়কে গন পরিবহনের  চলাচল একে বারেই কম। মোটর সাইকেল সহ ব্যক্তিগত যান বাহন চলছে বেশী। তাকওয়া পরিবহনের চালক আবু হানিফা বলেন, রাত পোহালেই ঈদ। বাসে যাত্রীর সংখ্যা একেবারেই কম। আয় রোজগারও কম। ঈদ করবো কি ভাবে?  স্থানীয়রা জানান, ঈদের দীর্ঘ ছুটিতে শিল্পঞ্চলের শ্রমিকরা যে যার বাড়ি চলে গেছে আগেই। তাই শেষ মুহুর্তে সড়কে যাত্রীর চাপ নেই।


এদিকে মহাসড়কে সংযোক্ত আঞ্চলিক সড়ক গুলোতে যান বাহনের চাপবেশী দেখা গেছে। এ অঞ্চলে প্রায় ১৫টি আঞ্চলিক সড়কে  সিএনজি, অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন বেশী চলা চল করছে।স্থানীয় লোকজন এসব সড়কে কেনা কাটার জন্য যাতায়ত করছে। 


মাওনা হাইওয়ে থানার ওসি মো.আমিনুল ইসলাম জানান, মহাসড়কের শৃংখলা রক্ষা করতে পুলিশ নিরলশ ভাবে কাজ করেছে। যান চলাচল স্বাভাবিক থাকায় যে যার গন্তব্যে চলে গেছে নিরা পদে। তেমন  কোন ভোগান্তি পোহাতে হয়নি কাউকে।


« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com