তারেক-জোবাইদা পলাতক, দুর্নীতির মামলা চলবে: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৬
জুন
২০২২ ,
রবিবার
১২ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৮৯ বার
|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডা. জোবাইদা রহমান (ফাইল ছবি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডা. জোবাইদা রহমান আইনের দৃষ্টিতে পলাতক। একই সাথে তারেক রহমান ও জোবায়দা রহমানের রিট খারিজ করে দিয়ে নিম্ন আদালতকে দ্রত মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। আজ রোববার (২৬ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সেই সঙ্গে বিচারিক আদালতকে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, আত্মসমর্পণ না করলে তারেক-জোবায়দা কোন আইনি পদক্ষেপ নিতে পারবে না। এর আগে আপিল বিভাগের রায়ে জোবায়দা রহমানকে পলাতক বলে রায় দেয়া হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করে দুদক। পরে তারেক রহমান ও তার স্ত্রী পৃথক আবেদনে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ দেন। প্রসঙ্গত, ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় করা মামলায় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী আলাদা রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট রুল জারি করে মামলার স্থগিতাদেশ দেন। রুল জারির ১৫ বছর পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর ১৯ এপ্রিল কার্যতালিকায় আসে। পরে রুল শুনানির জন্য দিন ঠিক করেন হাইকোর্ট। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com