শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
কুবিতে বিজ্ঞান অনুষদ আয়োজিত সেমিনার অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২২ , মঙ্গলবার ০৪ : ০৬ পিএম   প্রদর্শিত হয়েছে ৪১৫ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদ আয়োজিত 'দ্যা রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অব মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সাইন্স' শীর্ষক সেমিনারের প্রথম সেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের এ পর্যায়ে কি-নোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. কামরুল হাসান।


মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯.০০ টায় গণিত বিভাগের প্রভাষক তাহিয়া তাজিনের সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. খলিফা মো. হেলাল।


সকাল ৯.৪৫ মিনিটে অনুষ্ঠানের সাইন্টিফিক সেশন -১ শুরু হয়। সেখানে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি নোট স্পিকার ড. কামরুল হাসান 'র‍্যানডম ওয়াক প্রবলেম অব ফিক্সড, শ্রিংকিং এন্ড জিওমেট্রিক্যালি শ্রিংকিং স্টেপ সাইজ এন্ড দ্যায়ার লিংকস টু ডিফিউশন ফেনোমেনা' বিষয়ে বক্তব্য দেন।


উল্লেখ্য, বিকাল ৫ টা পর্যন্ত সাইন্টিফিক সেশন ২,৩,৪,৫ এবং ৬ অনুষ্ঠিত হবে। পরবর্তী সেশনে কি নোট স্পিকার হিসেবে সেশন- ২ তে থাকবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মামুন মোল্লা। সেশন -৩ এ থাকবেন বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এ. কে. এম আখতার হোসেইন, সেশন- ৪ এ থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফয়সাল ইসলাম চৌধুরী, সেশন-৫ এ থাকবেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামাজিক সম্পর্ক বিভাগের চ্যায়ারপার্সন প্রফেসর ড. মো. মোবারক হোসেন খান, সেশন- ৬ এ থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মাসি এন্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুর রহমান।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com