শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
খুবির কলা ও মানবিক স্কুলের জার্নালের মোড়ক উন্মোচন
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২২ , বুধবার ০৭ : ০৬ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৩৭ বার

খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুল থেকে প্রকাশিত ‘জার্নাল অব আর্টস এ্যান্ড হিউম্যানিটিস’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৯ জুন) বিকাল সাড়ে ৩টায় কলা ও মানবিক স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ জার্নালের মোড়ক উন্মোচন করেন।


তিনি বলেন, ইতিহাস না জানতে পারলে সামনে এগোনো যায় না। ইতিহাস থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে চলতে হয়। সাহিত্য না জানলে মানবিক গুণাবলী অর্জন করা যায় না। ইতিহাসবিদ ও সাহিত্যিকরাও দেশের অগ্রযাত্রায় নানাভাবে দিকনির্দেশনা দেন, অবদান রাখেন। জাতির মনস্তাতিত্ত্বক পরিবর্তনে তাঁরাও ভূমিকা রাখেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুল থেকে জার্নাল প্রকাশনার উদ্যোগকে স্বাগত জানান। তিনি এই জার্নালের অনলাইন ভার্সন আপলোড করা এবং জার্নালটির ইনডেক্সিং এর ওপরও গুরুত্বারোপ করেন। তিনি জার্নালটির ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করেন।


কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. রুবেল আনছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জার্নালের প্রধান সম্পাদক প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, নির্বাহী সম্পাদক প্রফেসর ড. মো. ইমদাদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালের সম্পাদকমণ্ডলীর সদস্য প্রফেসর ড. মো. দুলাল হোসেন।


বক্তারা বলেন, এই জার্নাল প্রকাশনার ক্ষেত্রে উৎসাহ ও প্রেরণা যুগিয়েছেন, সহায়তা করেছেন উপাচার্য। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গবেষণা ও প্রকাশনায় ইতোমধ্যে সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানে স্কুলের অধীন ৩টি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com