হলি আর্টিসান হত্যা মামলার ডেথ রেফারেন্স পেপারবুক প্রস্তুত: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৯
জুন
২০২২ ,
বুধবার
০৭ : ০৬ পিএম প্রদর্শিত হয়েছে ৩৭৫ বার
|
রাজধানীর হলি আর্টিসানে সন্ত্রাসী হামলা চালিয়ে ২২ জনকে হত্যার ঘটনায় বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। বুধবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়ে বলেন, ‘এখন হাইকোর্টে দ্রুত এর শুনানির উদ্যোগ নেওয়া হবে। ২০১৬ সালে রাজধানীর গুলশানে হলি আর্টিসানে ২২ জনকে হত্যার দায়ে ২০১৯ সালের ২৭ নভেম্বর নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলায় বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। জঙ্গিদের গুলিতে নিহত হন দুই পুলিশ সদস্যও। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। ২০১৯ সালের ১৭ নভেম্বর এ মামলার বিচারকাজ শেষ হয় এবং ওই বছরের ২৭ নভেম্বর রায় ঘোষণা করে বিচারিক আদালত। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com