শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
জাবিতে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড ২০২২
আয়েশা সিদ্দিকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ০১ জুলাই ২০২২ , শুক্রবার ০৩ : ০৭ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৮৫ বার

'গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশ' প্রতিপাদ্যকে সামনে রেখে '৮ম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২২' আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) ।


শুক্রবার (১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে অলিম্পিয়াডের উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ড. মোঃ এনামুর রহমান, এমপি। 


উদ্বোধন কালীন সময়ে তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,  'প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্ষধা, দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। এ বাংলাদেশ গড়তে হলে আমাদের অনেক প্রযুক্তিবিদ তৈরি করতে হবে। এই প্রযুক্তিবিদ তৈরি করতে হলে ছাত্রছাত্রীদের বেশি বেশি বিজ্ঞানের দিকে আকর্ষণ করাতে হবে। আমি মনে করি, অলিম্পিয়াড বিজ্ঞানের দিকে ছাত্রছাত্রীদের বেশি আকর্ষিত করবে।'



জাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আলমগীর কবীর বলেন, 'মন্ত্রী মহোদয়ের এতো ব্যস্ততার মধ্যেও আমাদের সকালে সময় দিয়েছেন তাই জাহাঙ্গীরনগর সায়েন্স ক্লাব তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে। সাভার এলাকার প্রয় দুইশত স্কুল থেকে পাঁচ হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।'


এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক জেসমীন আখতার, অধ্যাপক এম. মেজবাহউদ্দিন সরকার, অধ্যাপক মো. শরিফ হোসেন, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, সিনেট সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল তানভীর, জাবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভূঞা প্রমুখ


উল্লেখ্য, জাবি সায়েন্স ক্লাব প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতায় গণিত অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান মেলাসহ বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা, সভা ও সেমিনারের আয়োজন করে থাকে। তাছাড়া, আন্তর্জাতিক পোস্টার প্রতিযোগিতায় জাবি সায়েন্স ক্লাব গোল্ডেন এওয়ার্ডে ভূষিত হয়েছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com