শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
শিক্ষক উৎপল হত্যা মামলায় জিতুর বাবার দায় স্বীকার
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২২ , বুধবার ১২ : ০৭ পিএম   প্রদর্শিত হয়েছে ৩৭৭ বার

শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের মূল আসামি জিতু। ফাইল ছবি

আশুলিয়ারন হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের মূল আসামি জিতুর বাবা মো.উজ্জ্বল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এস আই ইমদাদুল হক আসামি উজ্জ্বলের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের খাস কামরায় আসামি জবানবন্দি দেন। এরপর আসামিকে কারাগারে পাঠানো হয়।


আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে উজ্জ্বল বলেন, শিক্ষক উৎপলকে আমার ছেলেই পিটিয়ে হত্যা করেছে। তিনি আরও বলেন 'মারধর করার আগে আমার ছেলের বিষয়ে শিক্ষক উৎপল আমার কাছে নালিশ করেন। তবে আমি এসব নিয়ে কোন কথা বলিনি। ঘটনা ঘটার পরে আমি কলেজে গিয়ে বলি বিষয়টি আমি দেখছি। আপনারা থানা পুলিশ করবেন না।'


জবানবন্দিতে উজ্জ্বল আরো বলেন, 'ভিকটিম উৎপল মারা যাওয়ার পরে জিতুকে চান্দুরায় আমার বাড়িতে লুকাইয়া রাখি। পুলিশ খোঁজাখুঁজি করলে আমার ছেলেকে পাবনা পাঠিয়ে দিয়ে আমি কুষ্টিয়া চলে যাই। সেখানে মুজাহিদের বাসায় অবস্থান করি। পরে পুলিশ আমাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে। আমার ছেলেই শিক্ষক উৎপলকে হত্যা করে।


গত ২৮ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


উল্লেখ্য, গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান।


উৎপল সরকারকে আঘাতের পর আশুলিয়া থানায় ভাই অসীম কুমার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com