শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এমডির বিরুদ্ধে ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২২ , বুধবার ১২ : ০৭ পিএম   প্রদর্শিত হয়েছে ৩৫৬ বার

৪০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বনানী শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


মঙ্গলবার ঢাকার যুগ্ম জেলা জজ ১ম আদালতে বি,এন,এস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান এম,এন,এইচ বুলু বাদী হয়ে মামলা করেন। শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণ করে আগামি ২ আগষ্ট সমন ফেরত এর জন্য দিন ধার্য করেন। বাদী পক্ষের আইনজীবী শিমুল চন্দ্র দাস এ বিষয়টি নিশ্চিত করেন।


মামলার আরজি থেকে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বনানী শাখা কতিপয় স্বার্থান্বেষী মহলের ইন্দনে ও কু-পরামর্শে ২০১৫ সালের ৪ মার্চ মিথ্যা বর্ণনা দিয়া বাদীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। উক্ত মামলায় আসামিরা বাদীকে আমির ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানের একাউন্টের নমিনী হিসাবে উল্লেখ করে। বাদী এ বিষয়টি জানতে পেরে ইউনাইটেড কমার্শিয়াল ক্যাংকে ফোনের মাধ্যমে জোরালো অভিযোগ করে বলে যে, আমি উক্ত একাউন্টের কোন নমিনি নই। একাউন্টের কোন নমিনী ফরমে আমি স্বাক্ষর করি নাই এবং উক্ত একাউন্ট খোলাসহ উহার কোন কার্যক্রমে আমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন প্রকার সম্পৃক্ততা নাই। পরবর্তীতে বাদী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে উক্ত মামলার দায় হইতে অব্যাহতি পায়। এরপর উক্ত মিথ্যা মামলার সূত্র ধরে সিআইডি বাদীর বিরুদ্ধে পুনরায় বনানী থানায় আরেকটি মামলা করে। এ মামলায় অভিযোগ করা হয়, আমির ফুড নামীয় হিসাব হইতে ১২ লক্ষ টাকা বাদীর হিসাবে জমা হয়েছে কিন্তু ঐদিন আমির ফুড নামীয় হিসাব হইতে বাদীর একাউন্টে কোন টাকা আসে নাই। উক্ত মামলায় বাদী দীর্ঘ ৪ মাস কারাভোগের পর জামিন পান। তখন বাদী শারীরিক ও মানুষিকভাবে বিপর্যস্থ হইয়া পড়ে। তাছাড়া এ ঘটনায় বাদী হার্ট এ্যাটাকেও আক্রান্ত হয় এবং তার ফ্যাক্টরীর জন্য কাচামাল আমদানী করতে না পাড়ায় ফ্যাক্টরী বন্ধ হয়ে যায়। যার কারণে বাদী ব্যাংকিং কর্পোরেট ও ব্যবসায়িক সুনাম ব্যাপকভাবে ক্ষুন্ন হওয়ায় ৪০ কোটি টাকা তার ক্ষতি হয়।


« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com