শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
মিশু হত্যা মামলায় তার স্বামী নূরে আলম রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২২ , বৃহস্পতিবার ০৭ : ০৭ পিএম   প্রদর্শিত হয়েছে ১০৩১ বার

পারিবারিক কলহের জেরে ইফফাত শরিফী মিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলায় তার স্বামী মো. নুরে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই সরোয়ার খান রাসেল আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আদালতে বাদী পক্ষের আইনজীবী মো. শওকত আলী, তামান্না তাসমিয়া তুয়া রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ শেখ সাদী এ আদেশ প্রদান করেন। এদিন মামলার বাদী মুজিবুর রহমান শরিফী আদালতে উপস্থিত ছিলেন। 


এর আগে গত ৩০ জুন আসামি মো. নুরে আলম আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


জানা যায়, আসামি  নূর-এ আলম এর সাথে ২০১৬ সালের জুলাই মাসে বাদীর মেয়ে মিশুর বিয়ে হয়। তাদের ৬ বছরে দাম্পত্য জীবনে হুমাইরা আলম এবং নিহাল নূর নামে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে মিশুর শাশুড়ি ও মামলার আসামি মাজেদা বেগম তার মেয়েকে মানসিকভাবে নির্যাতন ও যৌতুক দাবি করতেন। বিয়ের পর থেকে মিশুর স্বামী বিভিন্ন মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান। মামলার অভিযুক্ত অপর আসামি লুবনা আক্তার অনি দুই সন্তানের মা ছিলেন। তিনি স্বামীর সঙ্গে তালাকপ্রাপ্ত হয়ে নূর-এ আলমকে গোপনে বিয়ে করেন। বিয়ের কথা মিশু জানতে পেরে ২ সন্তান নিয়ে চট্টগ্রামে তার বাবার বাসায় চলে যান।পরবর্তী সময়ে দুই পরিবারের সমঝোতায় নূর-এ আলম তার মেয়েকে ঢাকার বাসায় নিয়ে আসেন। কিন্তু ঢাকা নিয়ে মিশুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে গত ১৩ জুন ঢাকার দক্ষিণ গোড়ানে নিজ বাসায় দুই শিশু সন্তানের সামনে আসামি নূরে আলম তার স্ত্রী ইফফাত শরিফী মিশুকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান। 


এ অভিযোগে ১৪ জুন নিহত মিশুর বাবা বাদী হয়ে আসামি নুরে আলমসহ তিনজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com