সাজাপ্রাপ্ত ভূমি কুতুবের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৪
জুলাই
২০২২ ,
বৃহস্পতিবার
০৫ : ০৭ পিএম প্রদর্শিত হয়েছে ৩৬৩ বার
|
শ্বশুর ও আত্মীয়দের নামে ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার প্লট বরাদ্ধের মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে (ভূমি কুতুব) জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আক্তারুজ্জামানের অবকাশকালিন একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তার ৬ মাসের জন্য জামিন দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও কুতুবের পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন শুনানি করেন। পরে খুরশিদ আলম খান জানান, ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট বরাদ্দের মামলায় গত ১৪ ফেব্রুয়ারি কুতুব উদ্দিন আহমেদকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। গত ১৫ মার্চ বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে কুতুবের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এরপর কয়েকবার তিনি আদালতে জামিন আবেদন করেন। বৃহস্পতিবার হাইকোর্ট তাকে ৬ মাসের জামিন দিয়েছেন। এর আগে এই মামলায় ২০১৮ সালের ৮ এপ্রিল ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার দুদক। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com