শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
পরীমনির বিরুদ্ধে নাসিরের করা মামলাটি তদন্তের নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২২ , সোমবার ০৫ : ০৭ পিএম   প্রদর্শিত হয়েছে ৩৩৮ বার

মারধর, হত্যা চেষ্টা, ভাঙচুর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।


সোমবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান এ আদেশ দেন। একইসঙ্গে ৬ অক্টোবর এ বিষয় প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য এ দিন ধার্য করেন। এ মামলার অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।


মামলার অভিযোগ থেকে জানা যায়, পরিমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবি এবং তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করে এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করে না। পরিমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখায়। ২০২১ সনের ৯ জুন রাত ১২:০০ পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে এবং দ্বিতীয় তলারওয়াশ রুম ব্যবহার করে। পরে তারা ক্লাবের ভিতরে বসে অ্যালকোহল পান করে। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ০১:১৫ টায় যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমনি উদ্দেশ্য মূলকভাবে বাদি- নাসিরকে ডাক দেয় এবং তাদের সাথে কিছু সময় বসার অনুরোধ করে। এক পর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করে এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেয়। বাদী এতে রাজি না হওয়ায় পরিমনি বাদীকে গালমন্দ করে। বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরিমনি বাদির দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারে এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারে। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। বাদি মামলায় আরো উল্লেখ করেন পরিমনি ও তার সহযোগীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছে ও ভাঙচুর করেছে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমনি সাভার থানায় বাদীসহ দুইজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়।


« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com