ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিস্পত্তির রেকর্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ:
২১
জুলাই
২০২২ ,
বৃহস্পতিবার
১১ : ০৭ এএম প্রদর্শিত হয়েছে ৩৮৮ বার
|
ঢাকার সিজেএম আদালতে ছয় মাসে সাড়ে পাঁচ হাজার মামলার নিষ্পত্তি এবং ১৩ হাজারেরও বেশি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, চলতি বছর প্রথম ছয় মাসে সাড়ে পাঁচ হাজার মামলা নিষ্পত্তি করেছে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিজেএম আদালত)। এই আদালতের ১০ জন বিচারক এত বিপুল সংখ্যক মামলা মাত্র ছয় মাসে নিষ্পত্তি করেছেন। গত বছর এই সময় নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ছিল এক হাজার ৬শ ৫৭ টি। বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ নেওয়ার পর সারাদেশের অধস্তন আদালত গুলোতে দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তির জন্য বিচারকদের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় সারাদেশের অধস্তন আদালত গুলোর পুরনো মামলা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিচারকরা কাজ করে যাচ্ছেন। ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ছয় মাসে দশটা আদালতে সর্বমোট ১৩ হাজার ৭শ ৮৬ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যা গত বছর এই সময়ে গ্রহণ করা সাক্ষীর দ্বিগুনেরও বেশি। গত বছর এই সময় ৬ হাজার সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। এ ছাড়া ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিদিন সাক্ষী হাজির করার জন্য নানারকম পদক্ষেপ নেয়া হয়ে থাকে। সংশ্লিষ্ট বিচারকরা ডাক্তার ও তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করার জন্য দাপ্তরিক প্রসেস ছাড়াও দ্রুত নিষ্পত্তির জন্য নিজেরাই সাক্ষীদেরকে ফোন দিচ্ছেন আর তাতে সাড়া পাওয়া যাচ্ছে। তারা দ্রুত আদালতে এসে স্বাক্ষ্য দিচ্ছেন। ডাক্তার ও তদন্ত কর্মকর্তার সাক্ষীর জন্য দীর্ঘদিন ঝুলে থাকা পুরনো মামলার নিষ্পত্তি দ্রুত হয়ে যাচ্ছে। ওই আদালতে কর্মরত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জানান মামলা জট নিরসনের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসিকুল ইসলাম নিজে ও কর্মরত অন্যান্য বিচারকরা প্রতিদিনই আদালত নির্ধারিত সময়ের পরেও প্রয়োজনে সাক্ষ্য গ্রহণ করে থাকেন। এভাবে মামলার নিষ্পত্তি চলতে থাকলে অচিরেই এই আদালতে মামলার জট থাকবে না বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com