টেলিটকের তারেককে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৪
জুলাই
২০২২ ,
রবিবার
০৭ : ০৭ পিএম প্রদর্শিত হয়েছে ৪৪৬ বার
|
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কানাডায় পালিয়ে যাওয়া টেলিটকের সাবেক সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশন) এস এম তারেক রহমানকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মামলার অপর আসামি আবুল কালামের আপিল শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার (২৪ জুলাই) এ নির্দেশ দেন। স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে এই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ১৬ অক্টোবর প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। মামলার নথি থেকে জানা যায়, আসামি এস এম তারেক রহমান ও আবুল কালাম টেলিটকে থাকাকালে ২০১০-এর অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত টেলিটকের সিমকে কল জেনারেটেড উইদাউট বিলিং এবং প্রি-পেইড সিমকে পোস্ট পেইডে কনভার্টের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেন। এ বিষয়ে কোম্পানি সেক্রেটারি মাহবুবুর রহমান বাদী হয়ে ২০১১ সালের ১২ অক্টোবর গুলশান থানায় মামলা করেন। এ মামলার বিচার শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ ২০১৯ সালের ৬ মে আসামি এস এম তারেক রহমান ও মো. সাবিবুর রহমানকে সাজা দেয়। তারেককে পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা করে বিচারিক আদালত। আসামি আবুল কালামকে খালাস দেওয়া হয়। ওই খালাসের বিরুদ্ধে দুদক আপিল করে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com