দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধগুলো হয়: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৬
জুলাই
২০২২ ,
মঙ্গলবার
০২ : ০৭ পিএম প্রদর্শিত হয়েছে ৩৫৭ বার
|
দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধগুলো হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত এমন মন্তব্য করেছেন। মঙ্গলবার (২৬ জুলাই) হাইকোর্ট ব্যাংক কর্মকর্তাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন। পরে তাদের চার সপ্তাহের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট।
চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছে।
এ সময় আদালত বলেন, ব্যাংকখাত খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। এখনকার সবচেয়ে নাজুক খাত এটি। এর সংস্কার প্রয়োজন। এ খাতে যে পরিমাণ লুটপাট, জালিয়াতি, দুর্নীতি হচ্ছে, তা ভয়াবহ। তা বন্ধ করা প্রয়োজন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com