শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
কানাডায় বন্দুকধারীর সঙ্গে গুলিতে তিন ব্যক্তি নিহত
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২২ , মঙ্গলবার ০৬ : ০৭ পিএম   প্রদর্শিত হয়েছে ৫০৬ বার

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুকধারীর সঙ্গে গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন বন্ধুকধারীও রয়েছেন। এ ছাড়া দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে এই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ কলাম্বিয়া পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 


পুলিশ জানিয়েছে, ভ্যাঙ্কুভারের শহরতলির ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।


পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয়েছিল এবং পুলিশ কর্মকর্তারা গুলি করে তাঁকে হত্যা করেছেন। 


রয়্যাল কানাডীয় মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বন্দুকধারী একাই গুলি চালিয়েছিলেন কি না, সে ব্যাপারে আমরা এখনো তদন্ত করছি। এখন পর্যন্ত অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।’ জননিরাপত্তার জন্য আর কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন গালিব ভায়ানি। 


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাংলি শহর এবং ল্যাংলির টাউনশিপ এলাকাজুড়ে অন্তত পাঁচটি আলাদা আলাদা জায়গায় গোলাগুলি হয়েছে। এ সময় পুলিশ সাধারণ মানুষকে একটি ক্যাসিনোর পার্কিং লট ও একটি বাসস্টপসহ বেশ কয়েকটি এলাকা থেকে দূরে থাকতে বলেছিল।  বন্দুকধারী ও নিহতদের শনাক্ত করা হয়েছে, তবে তাঁদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। 


যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডায় বন্দুকধারীর গোলাগুলির ঘটনা কম। দেশটিতে কঠোর বন্দুক আইন রয়েছে। তবে কানাডয়ীদের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি রয়েছে। কানাডায় মর্মান্তিক গণগুলির ঘটনা ঘটেছিল ২০২০ সালে। দেশটির নোভা স্কটিয়ার পোর্টাপিকে একজন বন্দুকধারী গুলি করে ১৩ জনকে হত্যা করেছিলেন। এ ছাড়া আগুন দিয়ে ৯ জনকে মেরে ফেলেছিলেন। 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com