জাহিদুল ইসলাম টিপু হত্যা: শর্টগান সোহেলসহ ২ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৪
আগস্ট
২০২২ ,
বৃহস্পতিবার
০৬ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৩৩৬ বার
|
শর্টগান সোহেল ও মারুফ রেজা সাগর। ছবি: সংগৃহীত রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার শটগান সোহেলসহ দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ আদেশ দেন। কারাগারে যাওয়া দুই আসামি হলেন- মাস্টারমাইন্ড সোহেল শাহরিয়ার ওরফে শর্টগান সোহেল ও হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী মারুফ রেজা সাগর। জানা গেছে, দুই দিনের রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, চলতি বছরের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রী নিহত হন। গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্নাও। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com