দুর্নীতি মামলার আসামিদের অব্যাহতি দেওয়ায় দুদক কর্মকর্তাকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৪
আগস্ট
২০২২ ,
বৃহস্পতিবার
০৬ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৩৯৭ বার
|
অবৈধভাবে ঋণ দিয়ে সোনালী ব্যাংকের ১২ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকা আত্মসাতের মামলায় আসামিদের অব্যাহতি দেওয়ায় ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তাকে (আইও) তলব করেছেন হাইকোর্ট। আসামিদের অব্যাহতির আদেশের বিরুদ্ধে করা রিভিশনের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়তের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৪ আগস্ট) এ আদেশ দেন। আগামী সোমবার (৮ আগস্ট) হাইকোর্টে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে দুদকের তৎকালীন উপ-পরিচালক নূর হোসেন খানকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালতে সোনালী ব্যাংকের পক্ষে আইনজীবী ড. গোলাম রহমান ভূঁইয়া ও দুদকের পক্ষে আইনজীবী এবিএম বায়েজীদ ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। ২০১৩ সালের ৭ জানুয়ারি সোনালী ব্যাংকের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিরন মিয়া শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলায় ব্যাংকটির প্রাক্তন ডিজিএম আলতাফ হোসেন হাওলাদার, মেলবা টেক্সটাইলস মিলসের চেয়ারম্যান মোরশেদ রাজ্জাক ও ব্যবস্থাপনা পরিচালক জাকি আহমেদকে আসামি করা হয়। দুদকের তৎকালীন উপ-পরিচালক নূর হোসেন খান মামলার তদন্ত শেষে আসামিদের অব্য্যাহতি দেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com