ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে মনিটরিং সেল গঠন করেছে রেলওয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৭
আগস্ট
২০২২ ,
রবিবার
১২ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৩৮৫ বার
|
ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও কালোবাজারি বন্ধে মনিটরিং সেল গঠন করেছে রেলওয়ে। রোববার (৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে জমা দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন টিকিট পেতে যেন ভোগান্তি না হয়, সেজন্য সফটওয়্যার সংশোধন করা হচ্ছে। সেই সাথে টিকিটবিহীন যাত্রী যেন ঢুকতে না পারে সে বিষয়ে ৫০টি স্টেশনে বিশেষ ফেন্সিং করা হচ্ছে। হাইকোর্ট বলেন, রেলওয়ে উচ্চ আদালতের ওপর শ্রদ্ধাশীল। তারা স্বল্প সময়ে কাজ শুরু করেছে। প্রতিবেদনটির ওপর শুনানি শেষে আগামী বুধবার (১০ আগস্ট) আদেশ দেবেন হাইকোর্ট। এর আগে গত ২১ জুলাই ট্রেনের ছাদে যাত্রী বহন বন্ধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আদালত বলেন, ট্রেনের ছাদে যাত্রী নেয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং টিকিটের কালোবাজারি বন্ধে নেয়া পদক্ষেপ আদালতকে জানাতে বলা হয়। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com