থ্যালাসেমিয়ার তথ্য এনআইডি কার্ডে কেন যুক্ত করা হবে না: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৭
আগস্ট
২০২২ ,
রবিবার
০৫ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৪০২ বার
|
শরীরে প্রাণঘাতি থ্যালাসেমিয়ার আছে কি-না বা কেউ এর বাহক কি-না তা ন্যাশনাল আইডি কার্ডের (এনআইডি) সঙ্গে কেন যুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে থ্যালাসেমিয়ার আক্রান্তদের বিষয়ে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানি করে রোববার (৭ আগস্ট) এ আদেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহপরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আবন্দ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় শুনানি করেন। পরে আইনজীবী ইউনুছ আলনী আকন্দ বলেন, ‘ব্যক্তির শরীরে প্রাণঘাতি থ্যালাসেমিয়া আছে কি না তা শনাক্ত করে জাতীয় পরিচয়পত্রের মধ্যে এ তথ্য কেন যুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুলে ব্যক্তির শরীরে থ্যালাসেমিয়া আছে কি-না তা শনাক্ত করে জাতীয় পরিচয়পত্রের মধ্যে এ তথ্য যুক্ত করার জন্য বিধি প্রণয়ণের জন্য বলা হয়েছে।’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com