শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
ইউক্রেন বন্দর ছাড়লো আরও ৪ জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২২ , সোমবার ১২ : ০৮ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৭৫ বার

খাদ্যশস্য এবং সূর্যমুখী তেল নিয়ে এবার ইউক্রেন বন্দর ছাড়ল আরও চার জাহাজ। রোববার (০৭ আগস্ট) ইউক্রেনের ওডেসা ও চরনোমর্স্ক বন্দর থেকে জাহাজগুলো ছেড়ে গেছে।


ইউক্রেন সমুদ্রবন্দর কর্তৃপক্ষ (ইউএসপিএ) বলছে, এক লাখ ৭০ হাজার টন খাদ্যশস্য ও তেল নিয়ে নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয়েছে জাহাজগুলো।


একটি জাহাজে শস্য বোঝাই কাজ চলছে। শুক্রবার এর আগের চালানে আরও তিনটি জাহাজ ছাড়ে ইউক্রেন বন্দর থেকে। ১ আগস্ট ছাড়ে প্রথম জাহাজটি। এ নিয়ে মোট আটটি জাহাজ ছাড়ল ইউক্রেন বন্দর থেকে। বিবিসি


গ্লোরি নামের একটি জাহাজে রয়েছে ৬৬ হাজার টন, রিভা উইন্ডে ৪৪ হাজার টন, স্টার হেলেনাতে ৪৫ হাজার টন, যাচ্ছে চীনে। আর মুস্তাফি নেকাটি নামের মালবাহী জাহাজটি যাচ্ছে ইতালিতে। ছয় হাজার টন সূর্যমুখী তেল নিয়ে। 


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সে থেকে এখন পর্যন্ত চলছে সংঘাত। এদিকে যুদ্ধ সংঘাতের কারণে ইউক্রেনে লাখ লাখ টন শস্য আটকা পড়েছে। এসব শস্য ইউক্রেনের বাইরে যেতে না পারায় বিশ্বজুড়ে খাদ্য সংকট এবং খাদ্যপণ্যের মূল্য অনেক বেড়ে গেছে। তবে সম্প্রতি জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন থেকে শস্য নিয়ে জাহাজ চলাচলের বিষয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


এর ফলে চলতি মাসের শুরুতেই ইউক্রেন থেকে প্রথম শস্যবাহী একটি জাহাজ তুরস্কের বসফরাস প্রণালিতে পৌঁছায়। গত ১ আগস্ট সকালে ‘রাজোনি’ নামের সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি ওডেসা থেকে লেবাননের ত্রিপোলি বন্দরের উদ্দেশে রওনা দেয়। 


জাতিসংঘ ও তুরস্ক আলোচনার মাধ্যমে স্থির করেছে যে সাগরের একটি নিরাপদ করিডোর দিয়ে এই শস্যবাহী জাহাজ চলবে। প্রথম জাহাজে শস্য ছিল ২৭ হাজার টন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com