বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
শেরপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত
মইনুল হোসেন প্লাবন, শেরপুর
প্রকাশ: ০৮ মে ২০২২ , রবিবার ০২ : ০৫ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৪২ বার

শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ফাহিম মিয়া (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ওই ঘটনায় মো. সজিব মিয়া (১৫) নামে আরেক মাদ্রাসা ছাত্র আহত হয়েছে।

  

রোববার (৮ মে) সকালে শেরপুর শহরের তাতালপুর এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে ও সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনে হাফেজ শাখার শিক্ষার্থী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসা ছাত্র ফাহিম মিয়া তার সহপাঠী সজিব মিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা তাতালপুর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক ফাহিম ঘটনাস্থলেই মারা যান। আর সজিব গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সজিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সজিব সেখানেই চিকিৎসাধীন রয়েছে।


এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া নয়া শতাব্দীকে বলেন, নিহতের লাশ বিনা ময়নাতদন্তে গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ওই ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com