ভ্রণ হত্যা: এআইজি ফারুকীর বিরুদ্ধে প্রতিবেদন ২৯ মে
আদালত প্রতিবেদক
প্রকাশ:
০৮
মে
২০২২ ,
রবিবার
০৫ : ০৫ পিএম প্রদর্শিত হয়েছে ৩৮৫ বার
|
ভ্রুণ হত্যার অভিযোগে পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ মে দিন ধার্য করেছেন আদালত। রোববার (৮ মে) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এদিন ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পাড়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের প্রতিবেদন দাখিলের জন্য এ তারিখ ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ফেসবুকের মাধ্যমে ২০১৯ সালে মহিউদ্দিন ফারুকীর সঙ্গে আয়শার পরিচয় হয়। এরপর তিনি বিভিন্ন অজুহাতে আয়শার বাসায় যাতায়াত করেন। প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আয়শাকে বিয়ে করতে চান তিনি। পরে আয়শার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে আয়শা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আয়শাকে ভিটামিন ওষুধ খাওয়ানোর কথা বলে গর্ভপাত করানোর ওষুধ খাইয়ে দেন। এ সময় আয়শা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যান ফারুকী। সেখানে গর্ভপাত করার সময় স্বামীর নামের স্থলে ফারুকী সই করেন। কিন্তু গর্ভপাতে আয়শার সম্মতি ছিল না। অভিযোগে আরও বলা হয়, গর্ভপাতের পর ফারুকীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন আয়শা। পরে ফারুকী কৌশলে তার সঙ্গে আবারও সম্পর্ক গড়ে তোলেন। সহকর্মীদের কাছে আয়শাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেন। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি আয়শাকে বিয়ে করার কথা বলে চাপের মুখে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। এ অভিযোগে গত ১৫ মার্চ এক নারী মামলাটি দায়ের করেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com