হাইকোর্টে নতুন ৩ হাজার ৫২ জন আইনজীবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৩
আগস্ট
২০২২ ,
শনিবার
০৮ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৩৬৯ বার
|
আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৫২ জন আইনজীবী। বার কাউন্সিলের ওয়েবসাইটে শনিবার (১৩ আগস্ট) এ ফল প্রকাশ করা হয়েছে। এনরোলমেন্ট হওয়ায় উত্তির্ণরা এখন থেকে হাইকোর্টে আইন পেশা পরিচালনা করতে পারবেন। এর আগে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৮ মে এনরোলমেন্ট (তালিকাভুক্তি) এর জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর কয়েকধাপে অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com