ডিআইজি মিজানের মামলায় পেছালো সাক্ষ্যগ্রহণ
আদালত প্রতিবেদক
প্রকাশ:
১৪
আগস্ট
২০২২ ,
রবিবার
০৫ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৪৪৪ বার
|
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন। এসময় দুদক তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যের আগে আরো সাক্ষী নেবেন বলে আদালতে জানান রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ পর্যন্ত মামলায় মোট ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এদিন সাক্ষ্যগ্রহণের দিন থাকায় আসামি মিজান ও তার ভাগনে মাহমুদুল হাসানকে আদালতে হাজির করা হয়। তবে ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোটভাই মাহবুবুর রহমান পলাতক থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com