জাতির জনকের আদর্শে দীক্ষিত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১৫
আগস্ট
২০২২ ,
সোমবার
০১ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৩৮৮ বার
|
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করলেও খুনিরা এ জাতীকে তার আদর্শ থেকে সরাতে পারেনি। তাই জাতির জনকের আদর্শে দীক্ষিত হয়ে দুর্নীতিবাজ, কালোবাজারিদের প্রতিহত ও সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে আমাদের সবাইকে। প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার।’
সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সোমবার (১৫ আগস্ট) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সভায় বিচারিপতি হাসান ফয়েজ সিদ্দিকী আরো বলেন বলেন, ‘আজ এই শোকাবহ ১৫ আগস্টে আমার মনে পড়ে যায়- বঙ্গবন্ধু বিভিন্ন সময়ে দেওয়া ভাষণে দুর্নীতিবাজ, চোরাকারবারি ও কালোবাজারিদের দেশ ও জাতির শক্র হিসেবে উল্লেখ করেছেন। তাই আসুন আমরা এই মহান নেতার আদর্শে দীক্ষিত হয়ে দুর্নীতিবাজ ও কালোবাজারিদের প্রতিহত করি, সামাজিকভাবে প্রত্যাখ্যান করি। ন্যায় ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করি। দেশের মানুষ যেন স্বল্প সময়ে, স্বল্প খরচে ন্যায় বিচার পায় সেই লক্ষ্যে কাজ করি।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু নীতির প্রশ্নে ছিলেন আপসহীন। তিনি বাঙালি জাতিসত্তার সঙ্গে গভীর ভালোবাসায় মিশে আছেন। অথচ যিনি স্বাধীন রাষ্ট্রটা আমাদের দিয়েছেন, আমরা কেমন করে তার বুকে গুলি করলাম, আমি আজও বুঝতে পারলাম না।’ আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ হাসান আরিফ এবং অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিগণ, আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শোক সভা শেষে পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত জাতির জনক এবং তার পরিবারের সদস্যরাসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com