রূপচর্চায় সুগন্ধি তেজপাতার জাদু
অনলাইন ডেস্ক
প্রকাশ:
১৯
আগস্ট
২০২২ ,
শুক্রবার
০৫ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৪১৬ বার
|
ছবি: সংগৃহীত দারুণ সুগন্ধের তেজপাতা সাধারণত রান্নায় ব্যবহৃত হয়। কিন্তু, তেজপাতা শুধু রান্নাতেই জাদু আনে না, রূপচর্চার ক্ষেত্রেও তেজপাতা ব্যবহার করা যায়। চলুন জেনে নেওয়া যাক, রূপচর্চার ক্ষেত্রে কী কী কাজে আসতে পারে তেজপাতা: ১. একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে কয়েকটি তেজপাতা ফুটিয়ে নিন। ১০ মিনিট ফোটানোর পর পানি ছেঁকে নিন। এরপর ওই পানি দিয়ে নিয়মিত মুখ ধুতে হবে। এতে করে ব্রণ দূর হবে। ২. টক দইয়ের সঙ্গে শুকনো তেজপাতার গুড়া ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকটি নিয়মিত মাথায় লাগান। এরপর মাথা শ্যাম্পু করে ফেলুন। এতে খুশকি কমে যাবে। ৩. তেজপাতা দাঁতে হলুদভাব দূর করে। পেস্টের সঙ্গে তেজপাতা বাটা মিশিয়ে ব্রাশ করুন। কয়েকদিনের মধ্যেই দাঁত ঝকঝকে সাদা হয়ে উঠবে। ৪. তেজপাতা বাটা ও টক দই একসঙ্গে মিশিয়ে হাত এবং ত্বকে লাগালে কালো ছোপ দূর হয়। ৫. পানিতে তেজপাতা সিদ্ধ করে নিন। মাথা শ্যাম্পু করার পরে সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে এই মিশ্রণটি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com