রেলস্টেশনে তরুণীকে হেনস্তার মামলায় আসামি শীলার জামিন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২২
আগস্ট
২০২২ ,
সোমবার
০৪ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৪৪৭ বার
|
নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তার আলোচিত ঘটনায় করা মামলার আসামি মার্জিয়া আক্তার শীলার জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ এম ইনায়েতুর রহিম গত রোববার শীলার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন বলে সোমবার (২২ আগস্ট) জানান সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। তিনি জানান, শীলার জামিন স্থগিত করে চেম্বার জজ রাষ্ট্রপক্ষের আবেদনটির আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করে দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম এবং মার্জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জহুরুল ইসলাম ও আইনজীবী মো. কামাল হোসেন। গত ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনে ‘অশালীন পোশাক পরার’ কথা তুলে এক তরুণীকে লাঞ্ছিত করা হয়, পর দিন যার ভিডিও ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। আদালতের নির্দেশে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রেলওয়ের ভৈরব থানায় মামলা করে। পরে ৩০ মে নরসিংদীর শিবপুরের মুনছেপেরচর এলাকায় অভিযান চালিয়ে শীলাকে গ্রেফতার করে র্যাব-১১। এর পর থেকে তিনি কারাগারে আছেন। তবে গত ১৬ আগস্ট মার্জিয়াকে ছয় মাসের অন্তবর্তীকালিন জামিন দেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com