শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
বিসিএস প্রশাসন ও ইকোনমিক ক্যাডার একীভূত করায় অনেক ক্ষতি হয়েছে: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২ , মঙ্গলবার ০২ : ০৮ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৫৫ বার

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পেশাগত ও কারিগরি মিলিয়ে নানা ক্যাডার রয়েছে। এসব নানা ক্যাডারের বিভক্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সরকার বিসিএস (প্রশাসন) ও বিসিএস (ইকোনমিক) ক্যাডার দুটিকে একীভূত করা হয়েছে। এতে কাজের অনেক ক্ষতি হয়েছে আমাদেরও ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন মন্ত্রী।


মঙ্গলবার(২৩ আগস্ট) নগরীরর ফার্মগেট বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির (বিএসটিডি) মিলনায়তনে‌ ‌স্ট্যাক্চার অব ফাউন্ডেশন ট্রেইনিঙ কোর্স ইন বাংলাদেশ সিভিল সার্ভিসে: ইটশ ইভ্যালুয়েশন সিন্স ১৯৭৭” গবেষণা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ‘একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন বাঙালী ও কিউরিয়াস ব্যক্তি হিসেবে আমার কিছু অভিব্যক্তি আছে যা আমি সাহস করে বলে ফেলি। আদৌ কি ক্যাডার সিস্টেমের দরকার আছে?  বিশ্বের স্বীকৃত উন্নত দেশ আমেরিকা-ইউরোপে কি এই সিস্টেম আছে। উন্নত দেশে ক্যাডার সার্ভিস না থেকে যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা কেন পারবো না। বৃটিশরা কি ক্যাডার সার্ভিসে কাজ করে? আমি নিজেও কিন্তু ক্যাডারের মানুষ, ক্যাডারের অনেক সুযোগ সুবিধা ভোগ করেছি। আমাদের কৃষক ও শ্রমিকের কি ক্যাডার আছে তারা কিন্তু অনেক ভালো করছে। আমাদেরও ক্যাডার নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। এশীয়ায় প্রপার সেন্সে সিভিলাইজেশন হয় না। পাকিস্তান, ভারত বাংলাদেশে ক্যাডার সিস্টেম আছে ভয়ংকার ভাবে। এতে কি লাভ হয়েছে দেশগুলোতে।’


মন্ত্রী আরও বলেন, ‘আমি যখন সার্ভিসে ছিলাম তখনও  গ্রামে কাজ করেছি এখনও করি। ক্যাডারে যখন ছিলাম তখন ব্যারিয়ার ছিল। এর পরে রাজনীতিতে আসি। রাজনীতির ক্ষেত্রে কিন্তু কোন ব্যারিয়ার নেই। আমি এখন সহজে মানুষের সঙ্গে এখন মিশতে পারি। নানা ক্যাডারে বিভক্ত আমলাতন্ত্রের কি প্রয়োজন? তবে সার্ভিস থাকবে। যে যার দায়িত্ব পালন করবে। ডাক্তাররা ডাক্তারের দায়িত্ব পালন করবে। যে ব্যক্তি যেকাজে দক্ষ সেই ব্যক্তি সেই কাজে দায়িত্ব পালন করবে। জোর করিয়ে কারোর উপরে কোন কাজ চাপিয়ে দেয়া উচিত নয়।’

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com