শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
দেশভাগ মুসলিম লীগ নয়, কংগ্রেস চেয়েছিলো: অধ্যাপক সলিমুল্লাহ খান
আয়েশা সিদ্দিকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ , বৃহস্পতিবার ০৯ : ০৮ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৩৭ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপমহাদেশের স্বাধীনতা ও বিভক্তির পঁচাত্তর বছর (১৯৪৭-২০২২) উপলক্ষে ‘বাংলাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রামঃ ১৯৪৭’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে সরকার ও রাজনীতি বিভাগের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘১৯৪৪ সালে ও ১৯৪৬ সালে পরপর দুইবার ভারতীয় গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটনের পাকিস্তান প্রস্তাব প্রত্যাখান করেন মুহাম্মদ আলী জিন্নাহ। কারণ জিন্নাহ মনে করেছিলেন, পাকিস্তান প্রস্তাব লাভজনক নয়। পরবর্তীতে ১৯৪৭ সালে গভর্নর মাউনব্যাটেনের জোরাজুরিতে নিরুপায় হয়ে জিন্নাহ পাকিস্তান প্রস্তাবে সম্মত হন।’


তিনি আরও বলেন, দেশভাগ মুসলিম লীগ নয় কংগ্রেস চেয়েছিলো। অবিভক্ত বাংলার স্বাধীনতার জন্য লীগ নেতারা একমত হলেও কংগ্রেস ও হিন্দু মহাসভার চাপে মহাত্মা গান্ধী দেশভাগে রাজি হয়।


ভারতবর্ষ বিভক্তির কারণ উল্লেখ করে তিনি বলেন, অনেকেই বলে জিন্নাহ—গান্ধী বিরোধের কারণে দেশভাগ হয়েছে। কিন্তু কথাটি পুরোপুরি সঠিক নয়। বস্তুত, রাজনৈতিক দল গঠনের বহু আগেই ভারতবর্ষ ভাগ হয়ে আছে। আর তা হল মনের ভাগ।


সমাপনী বক্তব্যে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা বলেন, আলোচনা সভায় প্রায় প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সরব উপস্থিতি প্রমাণ করে আমরা সঠিক ইতিহাস জানতে চাই, শিখতে চাই।


অনুষ্ঠানে বিভাগের সহকারি অধ্যাপক শাকিল আহম্মেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভাগের সাবেক অধ্যাপক নাসিম আখতার হোসাইন ও আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক কে এম মহিউদ্দিন, অধ্যাপক সামসুন্নাহার খানম, সহযোগী অধ্যাপক তারানা বেগম, মোহাম্মদ সাজেদুর রহমান, তমালিকা সুলতানা, মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com