শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
যুক্তরাজ্যে গ্যাস-বিদ্যুৎ বিল ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২ , শুক্রবার ০৬ : ০৮ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৫২ বার

গ্যাস ও বিদ্যুতের মূল্য ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে তখনই এমন ঘোষণা এল। তাছাড়া নতুন প্রধানমন্ত্রী পাওয়ারও অপেক্ষায় রয়েছে যুক্তরাজ্যবাসী। শুক্রবার (২৬ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


দেশটির নিয়ন্ত্রক সংস্থা অফজেম জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে জ্বালানির মূল্য বর্তমান দুই হাজার ৩৩১ ডলার থেকে বাড়িয়ে বছরে গড়ে চার হাজার ১৯৮ ডলার করা হবে।


ধারণা করা হচ্ছে, আগামী জানুয়ারিতে সংস্থাটি মূল্য ফের আপডেট করতে পারে। তখন গড় জ্বালানি মূল্য পাঁচ হাজার ৯১৪ ডলার ছাড়িয়ে যেতে পারে। তখন পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।


নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, করোনা মহামারির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে গ্যাসের পাইকারি দাম বেড়ে গেছে। যার প্রভাব যুক্তরাষ্ট্রে পড়েছে। কারণ এরই মধ্যে ইউরোপে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যহারে কমিয়েছে রাশিয়া।


এদিকে দেশটিতে মূল্যস্ফীতি দুই অঙ্ক ছাড়িয়েছে, যা ১৯৮২ সালের পর সর্বোচ্চ। আশঙ্কা করা হচ্ছে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে আসন্ন মাসগুলোতে মূল্যস্ফীতি ১৩ শতাংশে পৌঁছাতে পারে।


« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com