শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
৬ নদীর পানিবণ্টন নিয়ে ঢাকা-দিল্লির ঐকমত্য: পানি সম্পদ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২ , শুক্রবার ১১ : ০৮ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৭০ বার

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ফাইল ছবি

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, পানিবণ্টন নিয়ে অভিন্ন ৬ নদীর বিষয়ে ঐকমত্য হয়েছে ঢাকা-দিল্লি। তিস্তা চুক্তির বিষয়ে দ্রুত সমাধানের ফের আশ্বাস দিয়েছে ভারত। কুশিয়ারা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।


শুক্রবার (২৬ আগস্ট) দিল্লিতে যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ঢাকায় ফিরে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।


পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, তিস্তায় আশ্বাস ছাড়াও কুশিয়ারা নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এই চুক্তি স্বাক্ষর হবে। এছাড়াও অভিন্ন নদী গঙ্গা, তিস্তা, মুনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা, দুধকুমারে পানি বণ্টন নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয় আরও কয়েকটি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে চুক্তির জন্য নদীর তথ্য-উপাত্ত আদান-প্রদান করার।


এছাড়া বন্যা সংক্রান্ত তথ্য বিনিময়, নদীর তীর রক্ষণাবেক্ষণ, অভিন্ন অববাহিকা ব্যবস্থাপনা, ভারতীয় আন্তঃনদী সংযোগ প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশ-ভারত ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। তাই দিল্লির এবারের বৈঠকে আলোচনা হয়েছে গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও। এর আগে, মঙ্গলবার (২৩ আগস্ট) যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের এক বৈঠক হয়। ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছে। শেষ বৈঠক হয়েছিল প্রায় ৪ বছর আগে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com