বিশ্ব ভ্রমণের জন্য বেছে নিয়েছেন বাইসাইকেল
অনলাইন ডেস্ক
প্রকাশ:
২৮
আগস্ট
২০২২ ,
রবিবার
০১ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৪০৫ বার
|
পোল্যান্ডের দুই নাগরিক এবং সম্পর্কে দুজন দুজনের বাল্যবন্ধু। ছোটবেলা থেকেই পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন জাগে। কিন্তু বড় হতে হতে সেই স্বপ্ন ক্রমে বাস্তবে রূপ নিতে থাকে। দুনিয়া ঘুরে দেখার জন্য দুই বন্ধু চাকরি ছেড়ে দেন। সংগ্রহ করেন অর্থ। ১০ মাস আগে তারা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য। তবে এর আগে তারা সাইকেল নিয়ে কখনও লম্বা যাত্রা করেননি। তাদের বন্ধুত্বের সম্পর্ক ২০ বছর ধরে। দুনিয়া ভ্রমণের জন্য তারা বেছে নিয়েছেন বাইসাইকেল। এতে রয়েছে ঘুমানোর জন্য বিছানা, রান্নার জন্য উপকরণ এবং কাপড় রাখার জন্য ওয়ারড্রব। এছাড়া সাইকেল সারানোর জন্য কিছু টুলস। মজার বিষয় তারা দুজনই সাইকেল চালানো যানতেন না। তাদের মধ্যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন মার্কেটিং ম্যানেজার। বিশ্ব ভ্রমণের জন্য তারা প্রথমে পথ খুঁজতে থাকেন। কোন পথে পাড়ি দিয়ে বিশ্ব ভ্রমণ সহজ হবে। এরপর সাইকেল ক্রয় করে তা চালানো শেখে। পরবর্তীতে ভ্রমণ উপযোগী যেসব উপকরণ প্রয়োজন তা সংগ্রহ করেন তারা। ইউরোপে অক্টোবর থেকেই শীতের মৌসুম শুরু হয়। তাই তারা শীত মৌসুম শুরু হওয়ার আগেই বেরিয়ে পড়েন। ২০২১ সালের অক্টোবরে তারা যাত্রা শুরু করেন। দুনিয়া ঘুরে দেখার সাহস তারা পেয়েছেন ‘ক্যাপ টু কেপ’ ছবির মাধ্যমে। পোল্যান্ড থেকে তারা যাত্রা শুরু করে ইউরোপের অনেক দেশ পার হয়ে তুরস্কে পৌঁছে। সেখান থেকে ইরাক, কুর্দিস্তান, ইরান, সংযুক্ত আরব আমিরাত হয়ে সৌদি আরব আসে। এখান থেকে তাদের পরবর্তী গন্তব্য আফ্রিকা মহাদেশে। তাদের মধ্যে একজন বলেন, এটা আমাদের মানসিক শক্তি বৃদ্ধির একটা ভ্রমণ। আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছব। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com