রূপগঞ্জে মেরিন সিটির মাটি ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
২৮
আগস্ট
২০২২ ,
রবিবার
০১ : ০৮ পিএম প্রদর্শিত হয়েছে ৪০০ বার
|
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মেরিন সিটি নামে একটি আবাসন প্রকল্পের অধীনে কৃষি জমিতে মাটি ভরাটে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি করে নিয়ে রোববার (২৮ আগস্ট) এ আদেশ দেন আদালত। একইসঙ্গে অবৈধভাবে মাটি ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রোববার (২৮ আগস্ট) এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রূপগঞ্জ থানায় পূর্বাচল এলাকায় মেরিন সিটি আড়াই হাজার বিঘা জমি বালু ভরাট করছে অবৈধভাবে। এটিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন এবং বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, রূপগঞ্জ থানার ওসি সহ সংশ্লিষ্টদের মাটি ভরাট বন্ধ করতে বলেছেন। এছাড়া আদেশে ওই আবাসন প্রকল্পের মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়ে এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছেন। রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি, হিননাল, বঈলদা ও নোয়াগাঁও মৌজার জিন্দা ও নোয়াগাঁও এলাকায় গড়ে তোলা হচ্ছে এই আবাসন প্রকল্প।’ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com