ভূমি কুতুবের জামিন বাতিলে আপিলের শুনানি শেষ, রায় কাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
৩০
আগস্ট
২০২২ ,
মঙ্গলবার
১১ : ০৮ এএম প্রদর্শিত হয়েছে ৩৯৯ বার
|
আত্মীয়দের নামে ১০ কাঠার প্লট বরাদ্দ করে আত্মসাতের ঘটনায় ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের আপিল শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মঙ্গলবার (৩০ আগস্ট) এ শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামীকাল বুধবার (৩১ আগস্ট) আদেশের দিন ধার্য করেছেন। কুতুব উদ্দিনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। পরে খুরশিদ আলম খান এ বিষয়ে বলেন, ‘গত ২০ জুলাই আপিল বিভাগের চেম্বার জজ এম ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে শুনানি জন্য আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।’ তিনি জানান, ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে প্লট আত্মসাতের মামলায় পাঁচ বছরের সাজা হয় কুতুবের। গত ১৪ জুলাই তাকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। হাইকোর্টের এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। এই মামলায় চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এরপর গত ১৬ মার্চ নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে কুতুবের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। ২০১৮ সালের ৮ এপ্রিল রাজধানীর গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম। পরে তাকে গ্রেপ্তার করা হয়। কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মকর্তা হওয়ার পরও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেছেন। এর আগে গত ২০ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দেন। ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে প্লট আত্মসাতের মামলায় পাঁচ বছরের সাজা হয় কুতুবের। গত ১৪ জুলাই তাকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। হাইকোর্টের এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com