শুক্রবার ২৯ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
জাবিতে "State, Identity and Diaspora in Tanvir Mokammel’s Films" গ্রন্থের মোড়ক উন্মোচন
আয়েশা সিদ্দিকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২ , বুধবার ১২ : ০৮ এএম   প্রদর্শিত হয়েছে ৪৭৬ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেলের সীমান্তরেখা ও স্বপ্নভূমি চলচ্চিত্রের উপর গবেষণা ভিত্তিক গ্রন্থ ‘State, Identity and Diaspora in Tanvir Mokammel’s Films’ -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থটির লেখক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।


মঙ্গলবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের দর্শন বিভাগের ১০৩ নম্বর কক্ষে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। 


সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ  বলেন, জিওকালচারাল আইডেন্টিটি থিওরী ব্যক্তিসত্তার স্বীকৃতি দেয়। আর মাইনরিটি-মেজরিটি বিতর্ক এড়িয়ে প্রত্যেক মানুষের ভ’মি ও সাংস্কৃতিক পরিচিতির ভিত্তিতে রাষ্ট্রের নাগরিক অধিকারের পক্ষে জোড়ালো দাবি জানায়। তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র ‘সীমান্তরেখা’ ও ’স্বপ্নভূমি’ তে উত্থাপিত সমস্যার সমাধান এ তত্ত্বের আলোকে করা যেতে পারে।


অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তানভীর মোকাম্মেল বলেন, মানুষকে যদি জাতি ধর্ম বর্ণ এসবের উর্ধ্বে না দেখতে পারি তাহলে কী শিখলাম আমরা? সেজন্য আমি চাকমা, মারমা, বিহারিদেরকে এখানে তুলে ধরতে চেষ্টা করেছি। আমাদের সমাজে অনেক ধরনের সমাজ সংস্কারক গুণী মানুষেরা রয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের তুলে ধরার চেষ্টা করেছি, তাদেরকে নিয়েই আমাদের সংস্কৃতিকে বাচিয়ে রাখার চেষ্টা করেছি।


এসময় উপস্থিত বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com