শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
ধর্ষণ মামলায় কিশোরের ৫ বছরের আটকাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২ , বুধবার ০৬ : ০৮ পিএম   প্রদর্শিত হয়েছে ৩১৪ বার

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রায়হান আল আজাদ নামে এক কিশোরকে ৫ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।


বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের আটকাদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এজন্য আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওসিসির আইনজীবী ফাহমিদা আক্তার রিঙ্কি জানান, ধর্ষণের মামলায় মৃত্যুদন্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকলেও আসামির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় ২০১৩ সালের শিশু আইনে তার বিচার হয়। এ আইনে সর্বোচ্চ শাস্তি দশ বছরের আটকাদেশ। কিন্তু আদালত সার্বিক দিক বিবেচনা করে এ রায় প্রদান করেন।


মামলায় অভিযোগে থেকে জানা যায়, বাদীর বাড়ির চতুর্থ তলায় থাকতেন আসামির পরিবার। ঘটনার দিন ২০১৮ সালের ৩১ জানুয়ারি রাতে আসামি রায়হান আল আজাদ ভিকটিমকে ফোন করে বাসার ছাদে নিয়ে যায়। সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। এ অভিযোগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন ভিকটিমের বাবা। ওই দিনই আসামিকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের ৩০ জুন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com