হাইকোর্টের রায় বাতিল করলেন আপিল বিভাগ
৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তার নিয়োগ বহাল হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০১
সেপ্টেম্বর
২০২২ ,
বৃহস্পতিবার
১০ : ০৯ এএম প্রদর্শিত হয়েছে ৩৯০ বার
|
বিগত চারদলীয় জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার নিয়োগ পুর্নবহালের সিদ্ধান্ত দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, চাকরিচ্যুত নির্বাচন কর্মকর্তাদের পক্ষে সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ, প্রবীর নিয়োগী ও সালাহ উদ্দিন দোলন শুনানি করেন। ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। এরপর ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩২৭ জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। যেখান থেকে ৮৫ জনকে চাকরিচ্যুত করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে ২০০৯ সালের ২৩ মার্চ তা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ৮৫ কর্মকর্তার চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেন। সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক চারটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার আদালত ২০১০ সালের ২৯ এপ্রিল আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে ধারাবাহিকতায় ২০১১ সালে রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে। সবগুলো আপিলের শুনানি শেষে রায় আপিল বিভাগ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রায় ঘোষণা করেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com