ঢাবি প্রশ্নপত্র ফাঁসের মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
আদালত প্রতিবেদক
প্রকাশ:
০১
সেপ্টেম্বর
২০২২ ,
বৃহস্পতিবার
০৫ : ০৯ পিএম প্রদর্শিত হয়েছে ২৯৪ বার
|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আব্দুল্লাহ আল মামুন ও মহিউদ্দিন রানাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস মোহাম্মদ জগলুল হোসেন এ অভিযোগ গঠন করেন। এদিন আসামিদের পক্ষে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি তাদের আইনজীবীরা। এছাড়া রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম। শুনানি শেষে বিচারক ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং মোহাইমিনুল ইসলামসহ নয় জনের অব্যাহতির আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন আদালত। অভিযোগ গঠিত হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন, আব্দুল্লাহ আল মামুন, মহিউদ্দিন রানা, অলিপ কুমার বিশ্বাস, ইব্রাহীম হোসেন ও রাকিবুল হাসান ইসামী। আসামি পক্ষের আইনজীবী মো. মুঞ্জুর আলম এ বিশয়টি নিশ্চিত করেছেন। ২০১৭ সালে সারাদেশে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বেড়ে যাওয়ার মধ্যে ওই বছরের ১৯ অক্টোবর মধ্যরাতে গণমাধ্যমকর্মীদের দেওয়া তথ্যের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও অমর একুশে হলে সিআইডি অভিযান চালায়। সেসময় আব্দুল্লাহ আল মামুন ও মহিউদ্দিন রানা নামের ঢাবির দুই শিক্ষার্থী গ্রেপ্তার হন। পরদিন তাদের দেওয়া তথ্যে পরীক্ষার হল থেকে ইশরাক হোসেন রাফি নামে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী গ্রেপ্তার হন। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রশ্নফাঁসের এই ঘটনার সঙ্গে ঢাবি ছাত্র সমীর, মিজান, আজাদ, ওমেগা কোচিংয়ের তন্ময়, মাইলস্টোন স্কুলের প্রাক্তন ছাত্র সুব্রত জড়িত বলে জানতে পারে সিআইডি। এ ঘটনায় ২০১৭ সালের ২০ অক্টোবর শাহবাগ থানায় সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল ইসলাম মামলা করেন। পরবর্তীতে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের মামলায় ১২৬ আসামি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে পৃথক দুই মামলায় আসামির সংখ্যা ১২৬ জন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের মামলায় ৩ জানুয়ারি অভিযোগ গঠন করেন ঢাকার সিএমএম আদালত। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com