মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে হামলার মামলায় জামিন পাননি মিনহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
০৭
সেপ্টেম্বর
২০২২ ,
বুধবার
০৪ : ০৯ পিএম প্রদর্শিত হয়েছে ২৩৯৫ বার
|
গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে বহনকারী প্রিজনভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার মিনহাজুল ইসলামের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ জামিন দেননি হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ বুধবার (৭ সেপ্টেম্বর) এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া। পরে তিনি বলেন, ‘আদালত আসামি মিনহাজুল ইসলামকে জামিন দেননি। তার আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।’
ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসমিকে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় হাজিরার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০১৭ সালের ৫ মার্চ সকালে ঢাকায় আদালতে পাঠানো হয়। হাজিরা শেষে প্রিজনভ্যানে করে কাশিমপুরে ফিরিয়ে আনার পথে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় প্রিজনভ্যান এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়। হামলায় কেউ আহত হয়নি এবং প্রিজনভ্যানেও বোমা লাগেনি। ওই সময় ঘটনাস্থল থেকে মোস্তাফা কামালকে গ্রেপ্তার, অগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও চাপাতি উদ্ধার করা করা হয়। তিনি নরসিংদীর মাধবদীর শেখেরচর জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আসামিদের নিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে নিরাপদে ফিরে আসে প্রিজনভ্যানটি। এ ঘটনায় ওইদিন রাতে টঙ্গী থানার এসআই অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় মোস্তফা কামালের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭/৮ জনকে আসামি করা হয়। মোস্তফা কামালের দেওয়া তথ্য মতে মিনহাজকে গ্রেপ্তার করে পুলিশ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com