শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে মো: আছাদুজ্জামানের যোগদান
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ , বৃহস্পতিবার ১২ : ০৯ পিএম   প্রদর্শিত হয়েছে ৩১৬১ বার

ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামান। ফাইল ছবি

ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগদান করেছেন মোঃ আছাদুজ্জামান।  বুধবার (৭ সেপ্টেম্বর) তিনি এই পদে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহীর জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি যোগদান করার পর ঢাকার আদালতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 


এছাড়া ঢাকা বারের বিভিন্ন পর্যায়ের আইনজীবী সহ পাবলিক প্রসিকিউটররাও তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দও তাকে শুভেচ্ছা জানান। মহানগর দায়রা জজ মোঃ আছাদুজ্জামান সবাইকে আদালতের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্য আহ্বান জানান। 


এছাড়া বেঞ্চ ও বারের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার তাগিদ দেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় মহানগর দায়রা জজ মোঃ আছাদুজ্জামান ঢাকায় যোগদান করলেও তার কোন সরকারি বাসভবন না থাকায় আপাতত তিনি এক নিকট আত্মীয়ের বাসায় উঠেছেন। তার পরিবার রাজশাহীতে অবস্থান করছে। মহানগর দায়রা জজের জন্য শীঘ্রই একটা নির্দিষ্ট সরকারি বাসভবন প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। 


এ বিষয়ে আইনজীবীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। মোঃ আছাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি বরগুনা, পাবনা ও রাজশাহীর জেলা ও দায়রা জজ সহ বিভিন্ন আদালতে কর্মরত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com