বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
● পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন      ● সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে      ● বঙ্গবাজারের আগুন নেভাতে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে হেলিকপ্টার      ● বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী      ● বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ৫ ঘণ্টায়ও নেভেনি বঙ্গবাজারের আগুন      ● ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, টিয়ারশেল নিক্ষেপ      ● আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে নৌ-সেনা ও বিমানবাহিনী      ● বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: আশপাশের ৪ ভবনে ছড়িয়েছে আগুন      ● জ্বলছে বঙ্গবাজার : প্রতিনিয়ত বাড়ছে আগুনের তীব্রতা     
বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বহুমুখী পদক্ষেপ
আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২ , শুক্রবার ১১ : ০৯ পিএম   প্রদর্শিত হয়েছে ৪৭১৫ বার

বিশ্বজুড়েই মূল্যস্ফীতির চাপে পণ্যের দাম বাড়ায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। ইউরোপ, এশিয়া-সহ বিশ্বের প্রায় সব দেশেই একই অবস্থা। বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে কর কমিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে দেশগুলো। মূল্যস্ফীতির চাপে বাংলাদেশও। মূল্য নিয়ন্ত্রণে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।


করোনা মহামারীর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। টালমাটাল বিশ্ব অর্থনীতি। পণ্যের সরবরাহ-ব্যবস্থা হচ্ছে বাধাগ্রস্ত। জ্বালানি তেলের উচ্চমূল্যে পরিবহন খরচও বেড়েছে। যা উস্কে দিয়েছে পণ্য-বাজারকে।  যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মূল্যস্ফীতি উন্নীত হয়েছে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। ইউরোপের অন্যান্য দেশেও মূল্যস্ফীতি চরমে। সব মিলে নতুন এক জীবনযুদ্ধে বিশ্বের প্রায় সব অঞ্চলের মানুষ।


পরিস্থিতি সামল দিতে বেশিরভাগ উন্নত দেশ গ্যাস-বিদ্যুৎ- জ্বালানী খাতে কর কমানোর পাশাপাশি আর্থিক প্রণোদনার পথে হাটছে। যুক্তরাষ্ট্র এরইমধ্যে ৪৩ হাজার কোটি ডলারের ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট অব-২০২২’ বাস্তবায়ন শুরু করেছে।  ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি খরচ করছে ৬ হাজার ৪৭০ কোটি ইউরো। এই অর্থে গণপরিবহনের ভাড়া কমানোসহ জ্বালানি নির্ভর কোম্পানিগুলোকে কর ছাড় দেয়া হচ্ছে।


ফ্রান্স নিম্ন ও মধ্য আয়ের প্রতি পরিবারকে ১শ ইউরো, নেদারল্যান্ডস এককালীন ১ হাজার ৩শ ইউরো ও পোল্যান্ড কয়লা ব্যবহার করা পরিবারগুলোকে এককালীন ৬শ ৩০ ইউরো দিচ্ছে। এশিয়ার দেশগুলোও পিছিয়ে নেই। ইন্দোনেশিয়া ২৪ লাখ ১৭ হাজার কোটি রুপি, মালয়েশিয়া ৭ হাজার ৭৩০ কোটি রিঙ্গিত ভর্তুকি দিচ্ছে। জাপান খরচ করবে ১০ হাজার ৩শ কোাটি ডলার। ১৪০ কোটি মানুষের দেশ ভারত গুরুত্ব দিয়েছে নিজেদের চাহিদায়। গম ও চিনি রপ্তানি নিয়ন্ত্রণ করছে দেশটি। পাশাপাশি কমিয়েছে ভোজ্যতেল আমদানিতে কর। 


এদিকে, বাংলাদেশে মূল্যস্ফীতি এখনো তুলনামূলক কম। বিলাসী পণ্যের আমদানি কমাতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। খাদ্যপণ্য দেয়া হচ্ছে শুল্কছাড়।  অর্থনীতিবিদরা বলছেন, সহসাই কমছে না মূল্যস্ফীতির এই সংকট। তাই পরিস্থিতি অনুযায়ীই দেশগুলোকে প্রস্তুতি নেয়ার পরামর্শ তাদের।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »





  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর

প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক

জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত

ইমেইলঃ tribunenewsbd@gmail.com

© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com