বিএনপির ১৫৫ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১২
সেপ্টেম্বর
২০২২ ,
সোমবার
০২ : ০৯ পিএম প্রদর্শিত হয়েছে ৭১২৭ বার
|
আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লার সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুঁইয়া, ফেনীর সোনাগাজীর উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ চার জেলার বিএনপির ১৫৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবার (১২ সেপ্টেম্বর) আসামিদের ছয় সপ্তাহের জামিন দেন। জামিন পাওয়াদের মধ্যে কুমিল্লার লাঙ্গল কোটের ৩০ জন, ঝিনাইদহের ১০ জন, ফেনীর সোনাগাজীর ৯৬ জন ও ঠাকুরগাঁওয়ের ১৯ জন রয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ২৯ আগস্ট বিকেল ৪টায় বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সোনাগাজীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে। পরে ৩০ আগস্ট বিকেলে সোনাগাজী মডেল থানায় দুটি মামলা দায়ের হয়। মামলাগুলোর বাদী এসআই সুরজিৎ বড়ুয়া ও এসআই মাইন উদ্দিন। পৃথক মামলা দায়ের করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ অঙ্গসংগঠনের ৩৪৪ নেতাকর্মীর নামে। এছাড়া নিত্যপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কর্তব্য পালনে বাধাদানের অভিযোগে কুমিল্লা নাঙ্গলকোট, ঝিনাইদহ ও ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের করে পুলিশ। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ভারপ্রাপ্ত সম্পাদকঃ অঞ্জন কর
প্রকাশকঃ জেরীফ আফতাব কর্তৃক
জেড টাওয়ার (৬ষ্ট তলা), বাড়ী- ০৪, রোড-১৩২, গুলশান-১, ঢাকা-১২১২ থেকে প্রকাশিত
ইমেইলঃ tribunenewsbd@gmail.com
© 2022 সর্বস্বত্ব সংরক্ষিত || tribunenewsbd.com